August 2022

সম্পাদকীয়

উচ্চ রক্তচাপ এক নীরব ঘাতক। বাংলাদেশে প্রতি ৫ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ (২১%) উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপের কারণে হার্টের বিভিন্ন রোগ যেমন, বুকে ব্যথা বা অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইল এবং হার্ট বিট অনিয়মিত হওয়ার পাশাপাশি স্ট্রোক এবং কিডনির ক্ষতি হয়। সম্প্রতি বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এনসিডি কর্নার প্রতিষ্ঠার মাধ্যমে বিনামূল্যে ‘উচ্চ রক্তচাপ শনাক্তকরণ, চিকিৎসা এবং ফলোআপ কার্যক্রম চলমান রয়েছে এবং ইতোমধ্যে এনসিডি কর্নারের সংখ্যা ২০০তে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে ক্রমবর্ধমান এই সংকট মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমসহ সবাইকেই সম্মিলিত ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খাদ্য সরবরাহ থেকে ট্রান্সফ্যাট নির্মূল করা। সরকার ইতোমধ্যে খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা পাস করেছে। এটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের প্রকোপ মোকাবেলা করতে হবে।